অল্পের জন্য প্রাণে বাঁচলেন উড়োজাহাজের ২০০ যাত্রী

  10-05-2024 12:24PM




পিএনএস ডেস্ক: অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পরপরেই হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে উড়োজাহাজটি। পরে কর্তৃপক্ষ উড়োহাজাটির সরিয়ে নেয়। উড়োজাহাজটিতে প্রায় ২০০ যাত্রী ছিল বলে জানা গেছে।

শুক্রবার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানাযায়, সকালে শারজাহ থেকে ১৯১ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে উড়োজাহাজটি। বিমানবন্দরের রানওয়েতে নামার সময় হাইড্রোলিক প্রেশার সিস্টেম এ সমস্যা দেখা দেয়। এ সময় পাইলট দক্ষতার সঙ্গে বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে বিমানটিকে রানওয়ে থেকে পুশ কার ট্রেলার দিয়ে টেনে আনা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, শা‘রজাহ থেকে আসা একটি উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণের সময় হাইড্রোলিক পড়ে যায়। পরে বিমানটির পাইলট সতর্কতার সঙ্গে রানওয়েতে অবতরণ করে। বিমানে ১৯১ জন যাত্রী ও সাত জন ক্রু ছিলেন। সবাই নিরাপদে আছেন। যাত্রীদের কেউ এ বিষয়ে টের পাননি। এ ঘটনায় বিমানবন্দরে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন