সিএমএইচে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬১০ শিক্ষার্থী

  01-09-2024 03:00AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের সকল সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৬১০ শিক্ষার্থী।

শনিবার (৩১ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ১৮ আগস্ট থেকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা প্রদান করছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের ১০টি সিএমএইচে মোট ৮২৯ জন আহত ছাত্র চিকিৎসাসেবা নিতে আসেন। এরমধ্যে ২১৯ জন চিকিৎসাধীন আছেন এবং বাকিরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতিদ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর রয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন