সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী গ্রেফতার

  01-10-2024 10:37PM

পিএনএস ডেস্ক: খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার।

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক এই তারকা ফুটবলারকে গ্রেফতার করেছে র্যা ব। বিষয়টি নিশ্চিত করেছে র্যালবের মিডিয়া উইং।

আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৪ (তেরখাদা-দিঘলিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

র্যা ব জানায়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন