ঈদের ছুটি নিয়ে নতুন যে সিদ্ধান্ত আসতে পারে

  16-10-2024 09:22PM

পিএনএস ডেস্ক: আগামী বছর থেকে দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রস্তাব দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন এবং শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিনের প্রস্তাব করা হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভা হবে। ওই সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের সময় ছুটির বিষয়ে প্রস্তাবনা গৃহীত হতে পারে।

এ ছাড়া ১৫ আগস্টের ছুটি বাতিল, ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা এবং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়েও আগামীকাল সিদ্ধান্ত হতে পারে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার পর বিষয়গুলো অনুমোদন পেলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি এক দিন করে বাড়িয়ে আসছে সরকার।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন