বিয়ে করলেন মাহফুজ, স্ত্রী ঢাবি শিক্ষার্থী

  18-10-2024 08:44PM

পিএনএস ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, যার বাবা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মা একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। তবে, এই বিবাহের বিষয়ে তার ঘনিষ্ঠজনরা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। ছাত্র-জনতার আন্দোলনের ফলে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং এর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মাহফুজ আলমকে গত ২৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব পদমর্যাদায় তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন