বিসিএস পরীক্ষায় চারবার অংশগ্রহণ করা যাবে : জনপ্রশাসন মন্ত্রণালয়

  31-10-2024 06:07PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চার বার অংশ নিতে পারবেন। কয়েকদিন আগে তিনবার বিসিএস দিতে পারবেন একজন প্রার্থী- এমন সিদ্ধান্ত হয়েছিল। সে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। এখন নতুন সিদ্ধান্ত হলো কোনো প্রার্থী সর্বোচ্চ ৪ বার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবে।

এতে আরও বলা হয়, এই বিধি সংযোজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ নির্দেশনা প্রদান করেছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন