মার্চের আগেই শ্রম আইন সংশোধন করা হবে: শ্রম উপদেষ্টা

  10-11-2024 03:47PM

পিএনএস ডেস্ক: আগামী মার্চের আগেই শ্রম আইন সংশোধন করা হবে উল্লেখ করে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হবে। সব কারখানায় থাকতে হবে ডে কেয়ার সেন্টার।

রবিবার দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের যারা বেতন দিচ্ছে না সেসব মালিককে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়। অনেক কারখানা বার বার কমিটমেন্ট দিয়েও তা পূরণ করেনি। আমরা আগের মতো শ্রমিক মেরে সমস্যার সমাধান নয়, বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক সমাধান একটি জটিল বিষয়।

খুব নাজেহাল অবস্থায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গেছি। ১৮ দফা নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ যৌথভাবে চুক্তি স্বাক্ষর করেছে। আগের মতো উদ্বোধন করে ছবি তুলে আমরা দায়সারা কাজ করবো না। আমরা শ্রমিকদের দেওয়া সুযোগ সুবিধা প্রতিনিয়ত মনিটরিং এ রেখেছি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন