পিএনএস ডেস্ক: ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। তার বদলে এবার তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপুকে বেছে নিলেন নির্বাচকরা।
মঙ্গলবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি বছরের মার্চের পর আর জাতীয় দলে খেলা হয়নি দীপুর। কারণ ওই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। এরপর পাকিস্তান, ভারত ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজেও দীপু ডাক পাননি।
২২ বছর বয়সী এই ব্যাটারের আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয় ২০২৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে। এখন পর্যন্ত তিনি ফরম্যাটটিতে চারটি ম্যাচ খেলেছেন। যদিও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা দীপু জাতীয় দলে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ৪টি টেস্টে করেছেন মোটে ১১৮ রান। তবে উইন্ডিজ সফরে সুযোগ পেলে মিডল অর্ডারে তার ব্যাটে বড় ইনিংসের প্রত্যাশায় থাকবে টাইগাররা।
এদিকে, শান্তর অনুপস্থিতিতে অধিনায়কত্ব মেহেদী হাসান মিরাজের হাতেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে। অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।
পিএনএস/রাশেদুল আলম
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলি দিপু
12-11-2024 11:41PM