আরও ৫ সংস্কার কমিশন গঠন করল অন্তর্বর্তী সরকার

  19-11-2024 01:07AM

পিএনএস ডেস্ক: গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্যখাত, শ্রম ও নারী বিষয়ক সংস্কার কমিশন নামে আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১৮ নভেম্বর) রাতে এ সংক্রান্ত ৫টি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, সাংবাদিক কামাল আহমেদকে গণমাধ্যম, বিশেষজ্ঞ প্রফেসর তোফায়েল আহমেদকে স্থানীয় সরকার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খানকে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান করা হয়েছে।

অন্যদিকে, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে শ্রম এবং নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হককে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন