তেল পরিমাপে কারচুপি, পেট্রল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

  18-11-2024 11:23PM

পিএনএস ডেস্ক: কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় একটি পেট্রল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে জরিমানা করা হয়েছে। মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসন ও পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই’র যৌথ উদ্যোগে আদর্শ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, ওই ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি লিটার, প্রতি ১০ লিটার অকটেনে ৩২০ মিলি লিটার এবং প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৪০ মিলি লিটার কম দিচ্ছে। এ অপরাধের জন্য তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) লুৎফর রহমান। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার ইকবাল আহমদ, আমিনুল ইসলাম শাকিল প্রমুখ।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন