পিএনএস ডেস্ক: বিচার বিভাগের সহায়তায়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ছিল। বিচার বিভাগকে কাজে লাগিয়েই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মির্জা বানু ও সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান। অনুষ্ঠানে তিনজন এমফিল এবং চারজন পিএইচডি (ডক্টর অফ ফিলোসফি) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, সংবিধানের চতুর্দশ ও পঞ্চদশ সংশোধনের মাধ্যমে কার্যত একটি নতুন সংবিধান তৈরি হয়ে গিয়েছিলো সংসদে। সেখানে জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। জনগণের অংশগ্রহণ ছিল না।
তিনি বলেন, এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা হলো প্রতিষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত করা এবং জবাবদিহিতার প্রক্রিয়া তৈরি করা। সেই সঙ্গে ক্ষমতার এককেন্দ্রীকরণ বন্ধ করতে হবে। আদর্শিকভাবে এ ধরনের চিন্তা ও কাজের চর্চা করতে হবে।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, শেখ হাসিনার মূল অস্ত্র ছিল শেখ মুজিব। শেখ মুজিবকে সামনে রেখে দলীয় সব কার্যক্রম সমালোচনার ঊর্ধ্বে তুলে দেয়া হয়। তাকে ঘিরে ইতিহাসকেও নতুনভাবে বদলে দেওয়া হয়েছিল।
এসএস
বিচার বিভাগের সহায়তায় শেখ হাসিনা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: আলী রীয়াজ
20-11-2024 09:36PM