পিএনএস ডেস্ক: ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ শ্রমিক। বুধবার (২০ নভেম্বর) রাতে ধামরাইয়ের কাওয়ালীপাড়া-কালামপুর সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলের একটি শ্রমিকবাহী বাস খাগুর্তা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারী ও একজন পুরুষ শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ৪০ জন।
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পিএনএস/রাশেদুল আলম
ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৪০
21-11-2024 01:05AM