পিএনএস ডেস্ক: দেশে ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৮ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৭৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৬০২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২৯৩ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৮১ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৫ হাজার ৮০৩ জন।
২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
পিএনএস/এএ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৮
27-11-2024 06:52PM