সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হলো দেড় হাজার টন পেঁয়াজ

  27-11-2024 05:54PM

পিএনএস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এক ঘণ্টায় রেকর্ড ৫১ ট্রাক ভারতীয় পেঁয়াজ এবং ৯ ট্রাক আলু বন্দরে প্রবেশ করেছে। আমদানিকৃত পেঁয়াজের পরিমাণ প্রায় ১ হাজার ২০ টন। এছাড়া আরো ২ শতাধিক ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের জন্য মোহদীপুরে অপেক্ষা করছে। মূলত রফতানিকারক ও আমদানিকারকদের আন্তরিকতার মাধ্যমেই কোন পণ্য কী পরিমাণ বাংলাদেশে ঢুকবে তা নির্ধারণ হয়ে থাকে। ধারণা করা হচ্ছে, এ কারণেই বেলা ২টা থেকে যেসব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে তার ৯০ ভাগই পেঁয়াজের ট্রাক, ৫ ভাগ আলুর এবং অন্যান্য পণ্যের ৫ ভাগ ট্রাক।

স্থলবন্দর দিয়ে আজ সারাদিনে ১০০ ট্রাকের বেশি আলু এবং ২ শতাধিক পেঁয়াজ আমদানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরিশা ট্রেডার্সের সত্ত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, আলু আমদানির বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। সারাদিনে ১০০ ট্রাকের বেশি আলু আমদানি হতে পারে।

শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেফতারের পর থেকেই অন্যান্য বন্দরের ন্যায় সোনামসজিদ বন্দরে এর প্রভাব পড়তে আরম্ভ করে। মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা।

ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান আর আই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইকবাল হোসেন জানান, চলমান জটিলতায় ভারতের মাহদীপুর এলাকায় ২৫০টি পেঁয়াজের এবং ১০০টি আলুর ট্রাক আটকে রয়েছে। তবে ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ থাকায় নতুন করে কোনো পণ্য ট্রাকে লোড করা হচ্ছে না। বেলা ১২টার পর থেকে বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষায় থাকা এসব ট্রাক পাঠানো আরম্ভ হয়েছে।

সোমবার বিকেলে ভারতে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রফতানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। ফলে এই এলাকায় বৃদ্ধি পায় আলু ও পেঁয়াজের দাম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন