পিএনএস ডেস্ক: রাজধানীর পিলখানায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিম্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।
সোমবার (১০ মার্চ) রাতে তিনি জানান, বিজিবি সদর দপ্তরে একটি আবাসিক কোয়ার্টারে ১০ তলা ভবনের ৮ তলায় আগুন লাগে সোমবার রাত ৯টা ২৫ মিনিটে। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট যোগ দিয়ে রাত ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাহান হোসেন আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নারী ও দুজন শিশু ধোঁয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এই ডিউটি অফিসার।
পিএনএস/রাশেদুল আলম
পিলখানায় বিজিবি সদর দপ্তরে আগুন, আহত ৪
11-03-2025 03:10AM
