পিএনএস ডেস্ক: রাজধানীর বাড্ডা থানার আফতাবনগরের বটতলা এলাকায় ওয়াসার লাইনে কাজ করার সময় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পরে মনির আকন্দ (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগিনা মাসুদ বলেন, আমার মামা একটি ঠিকাদার কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ওয়াসার লাইনের কাজ করার সময় পাশে থাকা বিদ্যুতের খুঁটির নিচে তিনি চাপা পরেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনির আকন্দের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কুদবারচর গ্রামে। তিনি ওই এলাকার মৃত তাজিম আলীর ছেলে ছিল। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর এক নাম্বারে পরিবার নিয়ে ভাড়া থাকতেন বলে জানিয়েছেন নিহতের ভাগিনা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।
এসএস
আফতাবনগরে বিদ্যুতের খুঁটির চাপায় নিহত ১
19-12-2024 05:47PM