ভারতের হুমকি মোকাবিলায় ড. ইউনূস সফল: মাহমুদুর রহমান

  28-12-2024 01:50AM

পিএনএস ডেস্ক: কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকলেও ভারতের হুমকি মোকাবেলায় অন্তবর্তীকালীন সরকার সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসকে ধন্যবাদ জানান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এসইএল সেন্টারে আইপিএসডি ও ওয়াজদা আয়োজিত এক সাংবাদিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা রয়েছে, তবে গেলো পাঁচ মাসে ভারত যে পরিমাণ চাপ সৃষ্টি করেছে, তা মোকাবিলায় অন্তর্বর্তী সরকার শতভাগ সফল হয়েছেন, এজন্য ড. ইউনূসকে আমি ধন্যবাদ জানাই। এটা হয়ত অন্য কোনো রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব হতো না।

ভারতের সঙ্গে উইন-উইন সম্পর্ক নিশ্চিত করতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, প্রায় দেড় যুগের শাসনামলে স্বৈরাচার হাসিনা সরকার ভারতের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছে। যে কারণে গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া এই ডিক্টেটরকে তারা আশ্রয় দিয়েছেন। শুধু তাই নয়, নানাভাবে চাপও সৃষ্টি করছেন। এখানে স্পষ্টভাবে বাংলাদেশ ভিক্টিম। অতএব সম্পর্কের সংকট নিরসনে ভারতকেই এগিয়ে আসতে হবে।

আমার দেশ পত্রিকার সম্পাদক আরও বলেন, দেশবিদেশের গণমাধ্যমে ইসলাম বিরোধীদের আধিপত্য রয়েছে। যে কারণে বিগত দিনে আলেম-ওলামাদের নির্যাতনের খবর প্রচারে গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে শাপলা চত্বরে আলেমদের হত্যাকাণ্ড নিয়ে কোনো মিডিয়া সঠিক সংবাদ প্রচার করেনি, তবে আমার দেশ এখন ধারাবাহিকভাবে সে নির্যাতনের ইতিহাস তুলে ধরছে।

মাহমুদুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তিত এই সময়ে ইথিকাল বা নৈতিক সাংবাদিকতা নিশ্চিতে দরকার রাজনৈতিক পক্ষপাত ও অর্থনৈতিক দায় মুক্তি। এক্ষেত্রে সোচ্চার হতে হবে মাঠের সাংবাদিকদের।

কর্মশালায় অন্যান্য প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, অস্ট্রেলিয়ার প্রফেসর শাহ জে মিয়া এবং লাইফ স্কিল কোচ আহমেদ বারি। ইথিকাল জার্নালিজম ইস্যুতে এ কর্মশালায় অংশ নেন অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন