পিএনএস ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয় জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এক বার্তায় জানানো হয়েছে।
জানা যায়, ঢাকার জুরাইন থেকে প্রাইভেট কারে চালকসহ আটজন গোপালগঞ্জে যাচ্ছিলেন। অন্যদিকে মোটরসাইকেলে ফরিদপুরে যাচ্ছিলেন তিনজন। শুক্রবার বেলা ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য মোটরসাইকেলটি থামে। এর পেছনে ছিল প্রাইভেট কারটি। এ সময় বেপারী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কারের পেছনে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। এ সময় কার ও বাসটি গিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে কার ও মোটরসাইকেলের সবাই হতাহত হয়। এর মধ্যে প্রাইভেট কারে থাকা এক শিশুসহ একই পরিবারের চারজন এবং মোটরসাইকেলে থাকা এক শিশু ও তার মা নিহত হন।
দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা গেলেও চালক ও সহকারীরা পালিয়ে যান।
এসএস
ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপার ঘটনায় চালক নুরুদ্দিন গ্রেফতার
28-12-2024 04:27PM