পিএনএস ডেস্ক:থার্টি ফার্স্টের ঢাকার অভিজাত এলাকাসহ দেশব্যাপী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে ডিএনসি।
ডিএনসি জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থার্টি ফার্স্ট ঘিরে সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করেছে। ঢাকা মহানগরীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮টি বিশেষ টিম অভিজাত এলাকাতে বিশেষ অভিযান চালায়। এ সময় হোটেল ওয়েস্টিনে ১৩৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ৩২৬ ক্যান বিয়ার, হোটেল রেনেসাঁয় বিভিন্ন ব্রান্ডের বিদেশি ৩২ বোতল মদ, হোটেল রিজেন্সিতে ৯১ বোতল মদ ও ৩৬৭ ক্যান বিয়ার এবং ঢাকার শেরাটন, বনানী থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিএনসি আরও জানায়, উত্তরার কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৭ বোতল বিদেশি মদ এবং ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।
ডিএনসি সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ২৮ থেকে -৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৩৬৮ টি মামলা দায়েরসহ ৩৯৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযান পরিচালনাকালীন সময়ে ৪২ হাজার ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেন্সিডিল, ৩৭৬ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ, ৭০৯ ক্যান বিয়ার, ৬৫২ লিটার চোলাই মদ, ৬৬ কেজি গাঁজাসহ এবং নগদ ২ লাখ ৯৭ হাজার ৩৯৭ টাকা জব্দ করা হয়েছে।
এসএস
থার্টি ফার্স্ট নাইটে ঢাকাসহ দেশব্যাপী ডিএনসির অভিযান, বিদেশি মদ-বিয়ার উদ্ধার
01-01-2025 04:26PM