বাইডেনের স্ত্রী জিলকে সবচেয়ে দামি উপহার দিয়েছিলেন মোদি

  04-01-2025 12:18PM


পিএনএস ডেস্ক: বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের কাছ থেকে বহু উপহার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবার। তবে, ২০২৩ সালে বাইডেন পরিবারকে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বছরের জুনে মোদির কাছ থেকে সেই উপহারটি পেয়েছিলেন বাইডেনের স্ত্রী জিল, যা ছিল ২০ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২৪ লাখ টাকার বেশি) এক হীরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, ২০২৩ সালের জুন মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিলের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তাকে ৭.৫ ক্যারেটের একটি সবুজ হিরা উপহার দিয়েছিলেন মোদি। বিশেষ পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি কৃত্রিম হিরা। প্রাকৃতিক হীরার সমস্ত গুণই রয়েছে ওই হিরাতে।

সে বছর বাইডেনের স্ত্রীর পাওয়া অন্য দামি উপহারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভার দেওয়া একটি ব্রোচ। সেটির দাম ১৪ হাজার ৬৩ ডলার। এ ছাড়া মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও তার স্ত্রী এন্তিসার আমের ২০২৩ সালে জিল বাইডেনকে ৪ হাজার ৫১০ ডলার মূল্যের একটি ব্রেসলেট, ব্রোচ ও ছবির অ্যালবাম দিয়েছিলেন।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন