পিএনএস ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় আরও একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় ঢাকা দক্ষিণ সিটির ৫০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতা মো. রমজান খানকে যাত্রাবাড়ী থানা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি হিসেবে দেখানো হয়েছে।
গত ১৭ জানুয়ারি দায়ের করা মামলায় ডিএমপির ওয়ারী জোনের ডিসি ইকবাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্নাসহ ৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইল থানার মাদারীনগর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে একেএম শহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে এ মামলা করা হয়েছে। মামলার বাদী নিহতের প্রতিবেশী ভাতিজা সানি হোসেন। যার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার পূর্ব কাকইর বোসা গ্রামে।
মামলায় ৫ আগস্ট দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্তিপূর্ণ অবস্থানকালীন আসামিরা এলোপাতাড়ি হামলা ও গুলিবর্ষণ করে। এতে শহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ গ্রামে দাফন করা হয়।
মামলায় যুবদল নেতা রমজান খানকে যাত্রাবাড়ী থানা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি হিসেবে দেখানো হয়েছে। অথচ আওয়ামী লীগের শাসনামলের গত ১৫ বছরে যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী লীগের সভাপতি ছিলেন মীর আব্দুস সালাম বাবলা ও মো. সিদ্দিকুর রহমান।
মামলার বাদী সানি হোসেন বলেন, আসামি রমজান খানকে তিনি চেনেন না।
এ ঘটনায় হতবাক যাত্রাবাড়ী থানা বিএনপির নেতারা। ষড়যন্ত্রমূলকভাবে রমজান খানকে মামলায় আসামি করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
যাত্রাবাড়ী থানা বিএনপির নেতারা বলেন, রমজান খান বিএনপির একজন নিবেদিত কর্মী। আমরা তার জন্য প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে প্রত্যয়নপত্র দেব।
যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী বলেন, রমজান ঢাকা দক্ষিণ সিটির ৫০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য ছিল।তাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
কদমতলী থানার ওসি মো. ফারুক আহমেদ যুগান্তরকে বলেন, মামলাটি কোর্টে দায়ের করা হয়েছে। কোর্টের নির্দেশে মামলাটি আমরা এজাহারভুক্ত করি। বিষয়টি তদন্তাধীন।
উল্লেখ্য, আওয়ামী শাসনামলে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২০১৮ সালে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছিল। ওই মামলায় রমজান খানকে ৫০ নম্বর ওয়ার্ড যুবদল নেতা উল্লেখ করে ২৯ নম্বর আসামি করা হয়। সেই মামলায় রমজান খান এখনো হাজিরা দিচ্ছেন।
এসএস
যুবদল নেতাকে মৎস্যজীবী লীগ সভাপতি বানিয়ে মামলা
22-01-2025 09:51PM