পিএনএস ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মাফলার পরা একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কেউ কেউ দাবি করেন, মাফলারটির দাম ৮৬ হাজার ৬০০ টাকা। এবার আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
শফিকুল আলম লিখেছেন, আলোচিত ও সমালোচিত বারবেরি মাফলারটি তার আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য - বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন।
তিনি আরও লিখেছেন, পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকেরাও মাফলারটি কিনতে পারবেন। তবে এ জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে ৮৬ হাজার ৬০০ ডলার।
সবশেষে প্রেস সচিব লিখেছেন, মাফলারটি দুইবার ধোয়ার পর ক্রেতাকে দেওয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি প্রেস সচিবের মাফলারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে কেউ কেউ দাবি করেন, সরকারে যুক্ত হয়ে জনগণের ট্যাক্সের টাকায় তিনি এই মাফলার কিনেছেন। তবে ফেসবুক ঘেঁটে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের অনেক আগে থেকেই তিনি এই মাফলার ব্যবহার করেন এবং তার ছবিও রয়েছে।
পিএনএস/আনোয়ার
আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন প্রেস সচিব
01-02-2025 01:00PM