বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে নিবন্ধনে সিইসিকে অনুরোধ করবো: ধর্ম উপদেষ্টা

  21-02-2025 08:49PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুরের শিবচরে বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা আশা করি- আগামীতে বইপুস্তকে হাজী শরীয়তুল্লার জীবনী ও সমাজ সংস্কারে তার অবদান তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক হই। ঐক্য গড়ে তুলি, ঐক্যই শান্তি, ঐক্যই বল। আমাদের মনটা বড় করি, ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।

এ সময় বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ও জেলা-উপজেলা ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন