১২০০ টাকার জন্য হত্যায় গ্রেফতার ৩

  27-02-2025 09:21AM

পিএনএস ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে মাত্র ১২০০ টাকার জন্য আরিফুল ইসলামকে (২৭) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিদের নাম- আবু বক্কর সিদ্দিক বিজয় (২০), রানা (২৩) ও আমির হোসেন মোল্লা (২০)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়।

তালেবুর রহমান বলেন, মো. আরিফুল ইসলাম (২৭) উত্তরখান থানার দোরাদিয়া বাজারে একটি এমব্রয়ডারি ফ্যাক্টরিতে কাজ করতো। আরিফুলের সঙ্গে তাদের ১২০০ টাকা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা ছিল। ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে রানা ফোন করে আরিফুলকে দক্ষিণখান থানার নর্দাপাড়ার চান্দুর ফাঁকা মাঠে আসতে বলে। সেখানে আগে থেকে আরও কয়েকজন ছিল। আরিফুল সেখানে পৌঁছালে তারা তার ওপর হামলা করে। একপর্যায়ে আমির হোসেন মোল্লা ধারালো চাকু দিয়ে আরিফুলের বুকে গুরুতর আঘাত করে। আরিফুলের চিৎকারে আশপাশের লোকজন আসলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে আরিফুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় আরিফুলের বাবা মো. দুলাল হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চারজনকে অভিযুক্ত করে ও অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা করে। হত্যাকাণ্ডের পরপরই দক্ষিণখান থানা পুলিশের কয়েকটি টিম সেই এলাকায় অভিযান পরিচালনা করে ওইদিন রাতেই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আবু বক্কর সিদ্দিক বিজয় ও রানাকে গ্রেফতার করে।

সোমবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণখানের তালতলার একটি ভাড়া বাসার ছাদ থেকে প্রধান অভিযুক্ত আমির হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। আমির হোসেনের দেওয়া তথ্য ও দেখানো মতে পাশের এক ব্যক্তির টিনের চালা হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তারা হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতা সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন