শহীদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনা সদস্যরা

  04-03-2025 09:17PM

পিএনএস ডেস্ক: প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হবে। এটি 'গ' শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তবে এ দিবসে সরকারি ছুটি থাকবে না।

শহীদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তারা। মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তের কথা জানায় সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হবে। এটি 'গ' শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তবে এ দিবসে সরকারি ছুটি থাকবে না।

পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টাপিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টা
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় (তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআর) সংঘটিত বিদ্রোহ ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭জন বীর সেনাকর্মকর্তাসহ মোট ৭৪জন শাহাদত বরণ করেন। তারা এবার পেতে যাচ্ছেন শহীদের মর্যাদা।

বিদ্রোহ ও হত্যা মামলার বিচার হলেও ক্ষমতার পালাবদলের পর পুনরায় তদন্তের দাবি ওঠে। সেই পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরের সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন