মঙ্গলবার রাতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

  10-03-2025 09:51PM

পিএনএস ডেস্ক: তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (১১ মার্চ) ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা। তার সফরে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সমঝোতা স্মারক সই হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা সফরকা‌লে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকা‌রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ কর‌বেন। তি‌নি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক কর‌বেন।

এ ছাড়া, চার সদস্য বিশিষ্ট গাম্বিয়ার সফরকারী দল ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন এবং ঢাকা চেম্বারের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, এই সফরটা গাম্বিয়ার আগ্রহে হচ্ছে। গাম্বিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে চায়। আর আমরা আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী। যাতায়াত এবং যোগাযোগ যেন বাড়ে সেজন্য আমরা গাম্বিয়ার সঙ্গে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সমঝোতা স্মারক সই হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকে এটি সই হবে।

এ কর্মকর্তা বলেন, ফার্মাসিউটিক্যালসে গাম্বিয়ার আগ্রহ আছে। বাণিজ্য উপদেষ্টার সঙ্গে হওয়া বৈঠকে ব্যবসা-বাণিজ্য ইস্যুতে আলোচনা হবে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং রোহিঙ্গা প্রসঙ্গে আলোচনা হবে। রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার অবদান অনেক। তারা আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুতে আমাদের অনেক বড় সমর্থন দিচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথমবার ঢাকা সফর করেছিলেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন