১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

  16-03-2025 04:40PM

পিএনএস ডেস্ক: পুলিশের ঊর্ধ্বতন ১২৭ জন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার (১৭ মার্চ) এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার একথা জানান।

ডেপুটি প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারি প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সরকারপ্রধান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বসতে যাচ্ছেন। সেখানে কঠোরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন