পিএনএস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে যে, বিদেশ সফরে ক্রিকেটাররা পূর্ণ সময়ের জন্য তাদের পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবেন না। এই নিয়ম অনুযায়ী ৪৫ দিনের সফরে সর্বাধিক ১৪ দিন এবং ছোট সফরে এক সপ্তাহ পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটানোর অনুমতি দেয়া হয়েছে। এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি সরাসরি জানিয়েছেন যে, ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের জন্য পরিবারের উপস্থিতি অত্যন্ত জরুরি এবং বোর্ডের এই নিয়ম একেবারেই বাস্তবসম্মত নয়। সাফ বুঝিয়ে দিলেন, পরিবারের সদস্যদের বিদেশ সফরে নিয়ে যাওয়া নিয়ে বিসিসিআই যে নির্দেশিকা দিয়েছে তাতে তিনি হতাশ।
বিরাট বলেছেন, ‘আমার মনে হয় ওরা বুঝতেই পারছে না পরিবারের উপস্থিতি আমাদের জন্য কতটা জরুরি। পুরো ব্যাপারটাতেই আমি ভীষণ হতাশ। মনে হয়, যারা এই বিষয়গুলোর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তাদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাদেরই মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য এই খারাপ ফর্ম।’
বিরাট বলছেন, ‘দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না। কোনও ক্রিকেটারই একা একা বিমর্ষ হয়ে বসে থাকতে চায় না’।
সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ব্যর্থতার পর বোর্ডের একাংশ মনে করছেন, ক্রিকেটারদের পরিবারের সদস্যদের উপস্থিতি মনোসংযোগে বিঘ্ন ঘটাচ্ছে। তাই এই নতুন নিয়ম আনা হয়েছে। তবে বিরাটের মতে, ‘পরিবার পাশে থাকলে একজন খেলোয়াড় আরও স্বাভাবিক থাকতে পারেন, যা পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ।’
বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলে পরিবারের সদস্যদের উপস্থিতি অনেক বেশি দেখা যেত, এমনকি ড্রেসিংরুমেও। পরবর্তীকালে রোহিত শর্মাও সেই সংস্কৃতি বজায় রেখেছেন। তবে বোর্ডের নতুন নিয়ম সেই চিত্র বদলে দিতে পারে। সূত্র : এনডিটিভি
পিএনএস /আনোয়ার
'কোনো ক্রিকেটারই বিমর্ষ হয়ে একা একা বসে থাকতে চায় না'
16-03-2025 02:21PM
