শনিবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের

  22-09-2023 12:38PM

পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ফিরবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০৫৮৫ ফ্লাইটে এদিন সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি জানান, চিকিৎসার উদ্দেশ্যে গত ১৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের।

সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে ২০১৯ সালের মার্চে। তখন তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন