পিএনএস ডেস্ক: মাগুরায় বরকত আলীকে সভাপতি ও মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গণ অধিকার পরিষদের জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
৫৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক শাকিল জামান, দপ্তর সম্পাদক বি এম ফররুখ আহমদ, অর্থ সম্পাদক মুরাদ হোসেন এবং প্রচার সম্পাদক মফিজুর রহমান।
রোববার (১৩ অক্টোবর) রাতে সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান মাগুরা জেলার এ কমিটির অনুমোদন করেন।
জেলা গণ অধিকার পরিষদের সভাপতি বরকত আলী বলেন, মাগুরা জেলাকে গণ অধিকার পরিষদের ঘাঁটি হিসেবে রূপান্তরিত করতে যা কিছু প্রয়োজন, তৃণমূলের সব নেতাকর্মীকে নিয়ে তা করে যাবো। আমরা মানুষের জন্য কাজ করতে চাই।
পিএনএস/রাশেদুল আলম
মাগুরায় গণ অধিকার পরিষদের কমিটি ঘোষণা
15-10-2024 12:56AM