চসিকের সাবেক কাউন্সিলর বারেক গ্রেপ্তার

  16-12-2024 08:08PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুল বারেক কোম্পানিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। সোমবার (১৬ ডিসেম্বর) চকবাজার থানার দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছেন র‍্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে সাবেক কাউন্সিলর আবদুল বারেককে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ আর এম মোজাফফর হোসেন বলেন, মো. আব্দুল বারেকের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী, ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা এবং নাশকতা সংক্রান্ত ৩টি মামলার তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ এবং হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি আবদুল বারেক।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন