মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  16-11-2024 03:31PM


পিএনএস ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ড. ক্যাথরিনা উইজার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার।

এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার কনস্যুলার ও বিএনপি চেয়ারপারসনের ফরেন উপদেষ্টা কমিটি সদস্য তাজভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ক্যাথারিনা উইজার।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন