পাকিস্তানের সঙ্গে বিএনপির সম্পর্ক দৃঢ় হচ্ছে: এম জেড জাহিদ

  04-12-2024 01:12AM

পিএনএস ডেস্ক: বিএনপির স্থায়ী কমটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সাক্ষাৎ শেষে সাংবাদকিদের এ তথ্য জানান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, সাক্ষাতে পাকিস্তানের হাইকমিশনার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এসময় বিএনপির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়েছে। এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল। বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার গুলশানের বাসায় যান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার। বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন