পিএনএস ডেস্ক: খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এ তথ্য জানিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং আলী আহমদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদিত হয়েছে।
নিম্নে আহ্বায়ক কমিটিগুলো উল্লেখ করা হলো-
খুলনা জেলা
১. মনিরুজ্জামান মন্টু (আহ্বায়ক)
২. অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক)
৩. আবু হোসেন বাবু (সদস্য সচিব)
মেহেরপুর জেলা
১. জাভেদ মাসুদ মিল্টন (আহ্বায়ক)
২. আমিরুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক)
৩. জাহাঙ্গীর বিশ্বাস (যুগ্ম আহ্বায়ক)
৪. ফয়েজ মোহাম্মদ (যুগ্ম আহ্বায়ক)
৫. অ্যাডভোকেট কামরুল ইসলাম (সদস্য সচিব)
৬. মাসুদ অরুণ (সদস্য)
৭. আমজাদ হোসেন (সদস্য)
মাগুরা জেলা
১. আলী আহমেদ (আহ্বায়ক)
২. আখতার হোসেন (যুগ্ম আহ্বায়ক)
৩. আহসান হাবিব কিশোর (যুগ্ম আহ্বায়ক)
৪. ফারুকুজ্জামান ফারুক (যুগ্ম আহ্বায়ক)
৫. খান হাসান ইমাম সুজা (যুগ্ম আহ্বায়ক)
৬. অ্যাডভোকেট রোকুনুজ্জামান (যুগ্ম আহ্বায়ক)
৭. আলমগীর হোসেন (যুগ্ম আহ্বায়ক)
৮. মিথুন রায় চৌধুরী (যুগ্ম আহ্বায়ক)
৯. শাহেদ হাসান টগর (যুগ্ম আহ্বায়ক)
১০. পিকুল খান (যুগ্ম আহ্বায়ক)
১১. মনোয়ার হোসেন খান (সদস্য সচিব)
পিএনএস/রাশেদুল আলম
খুলনা, মেহেরপুর ও মাগুরায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
13-12-2024 03:38PM