পিএনএস ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
পিএনএস/এএ
সিরাজগঞ্জ জেলা কমিটি স্থগিত করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
10-02-2025 10:20PM
![](/static/image/upload/news/2025/02/10/7c172684ccfd85f689b41f2fb219edb4_2.jpg?w=550&h=350)