নতুন ছাত্রসংগঠনকে শুভকামনা জানিয়ে শিবির সভাপতির পোস্ট

  27-02-2025 02:21AM

পিএনএস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে শুভকামনা জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তবে কমিটিতে পদ নিয়ে কিছু ব্যক্তির অদূরদর্শী আচরণ ও সিদ্ধান্তের কারণে জুলাই আন্দোলনের সার্বজনীন প্ল্যাটফর্মকে বিতর্কিত করা সুন্দর হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে জাহিদুল ইসলাম লিখেন, কিছু ব্যক্তির অদূরদর্শী আচরণ ও সিদ্ধান্তের কারণে জুলাই আন্দোলনের সার্বজনীন প্ল্যাটফর্মকে বিতর্কিত করা সুন্দর হয়নি। সবাইকে কনভিন্স করার ক্ষেত্রে আরও দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দেওয়া দরকার ছিল। নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর জন্য শুভকামনা। আশা করি ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

পোস্টে তিনি আরও বলেন, ৩৬ জুলাই সবার। পাবলিক, প্রাইভেট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, মাদরাসা (আলিয়া, কওমি), ইংলিশ মিডিয়াম, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ঢাকা, সমগ্র বাংলাদেশ— সবার মানে সবার। আগামীদিনের রাজনীতি হোক স্বার্থের ঊর্ধ্বে উদারতার পরিচয়ে। দেশটা হোক ‘সবার বাংলাদেশ’।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন