গোয়াল ঘরে মিলল প্রায় ৩ কোটি টাকার সোনার বার

  28-02-2025 05:06PM

পিএনএস ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের একটি গোয়াল ঘর থেকে চারটি সোনার বার জব্দ করেছে বিজিবি। ওই চারটি সোনার বারের ওজন দুই কেজি ৩৩৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা। বিজিবির দাবি, ভারতে পাচারের জন্য সোনার বারগুলো রাখা হয়েছিল।

শুক্রবার সকালে বিজিবি-৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারতে সোনার পাচারের উদ্দেশে দামুড়হুদা উপজেলা হুদাপাড়া সীমান্তের একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে সোনা রাখা হয়েছে এমন খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় বিজিবি। সন্ধ্যা ৭টার দিকে সীমান্তবর্তী হুদা পাড়া গ্রামের হারুনের (৩৫) বসতবাড়ির অদূরে একটি পরিত্যাক্ত গোয়াল ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় গোয়াল ঘরের ভেতর ঝুলানো একটি ব্যাগের মধ্য থেকে সোনার বার জব্দ করে।

বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হারুন কৌশলে পালিয়ে যায় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ঘটনায় বিজিবি সদস্য নায়েক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন