‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড’

  15-03-2025 04:53PM

পিএনএস ডেস্ক: পতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রশ্নে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। যেখানে তিনি লিখেছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও পতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগ কি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে পারবে? নাকি গত ১৬ বছরের অপরাধের জন্য শাস্তি পাবে দলটি। করা হবে নিষিদ্ধ?

এসব নিয়ে রাজনৈতিক দলগুলো দ্বিধাবিভক্ত। কোনো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার অভিযোগও উঠেছে। যা নিয়ে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেন, ‘যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে।’

এমন পরিস্থিতিতে ছাত্রদের নেতৃত্বাধীন দলের দাবি, আওয়ামী লীগের বিচারের আগে যেন কোনো নির্বাচন না হয়। আর হলেও তাতে যেন আওয়ামী লীগ কোনোভাবেই অংশ নিতে পারে।

এমন পরিস্থিতিতে শনিবার দুপুরে হাসনাত তার ফেসবুকে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোউজ।’ তার ওই পোস্টটি মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে অনেকেই মনে করছেন, হয়তো খুব শিগগিরই আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে রাজনৈতিক দলগুলো। আসতে পারে নিষেধাজ্ঞাও।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন