পিএনএস ডেস্ক : অ্যান্টিজেন, অ্যান্টিবডি কিট উদ্ভাবন করলেন দেশের বিজ্ঞানীরা। প্যাচে ফেলে আটকে দিয়ে এখন বিদেশ থেকে কিনে আনার প্রক্রিয়া চলছে।
চীনের কোম্পানিকে ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিল বিএমআরসি।স্বাস্থ্য মন্ত্রণালয় তা আটকে দিল।স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ঘোষণা দিলেন,চীনের ভ্যাকসিন বাংলাদেশ বিনামূল্যে সবার আগে পাবে।এই বক্তব্য কোন তথ্যের ভিত্তিতে,তা জানা যায়নি।
চীনের ভ্যাকসিন সহজে পাওয়ার সম্ভাবনা তখনই তৈরি হতো,যদি আইসিডিডিআর,বিকে ট্রায়াল করতে দেওয়া হতো।
ট্রায়াল করতে দিবেন না,আর চীন বিনামূল্যে এবং সবার আগে আপনাকে ভ্যাকসিন দিবে!
আসলে কিটের মত ভ্যাকসিনও সম্ভবত আমরা কিনেই আনতে চাই।ঋণ করে ডলার আনবো।সেই ডলার দিয়ে উচ্চ মূল্যে কেনাকাটা করবো।দাম যত বেশি,বাজেট তত বেশি,লাভ আরও বেশি।
যে দেশে ১০ হাজার টাকা দিয়ে একটি বটি বা একটি ড্রাম কিনতে চাওয়া যায়,সে দেশে কেনার প্রতি আগ্রহ খুব স্বাভাবিক বিষয়।
গোলাম মোর্তোজা লেখাটি লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া।
পিএনএস-জে এ
যে দেশে দশ হাজার টাকা দিয়ে একটি বটি কিনতে চাওয়া যায়...
31-07-2020 01:24PM