পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। ডালাসে প্রেইরি ভিউ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলে ফিরেছেন লিটন দাস। আছেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমও। স্বীকৃত তিন ওপেনারই আজ আছেন শুরুর একাদশে।
আগের দুই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দলে এসেছেন বিশ্বকাপের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাওয়া হাসান মাহমুদ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে ৬ রানের ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। তাই সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই মান বাঁচানোর।
বাংলাদেশের একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
এসএস
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
25-05-2024 09:40PM