ডিপিএলের তৃতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ রান মাহফিজুল ইসলাম রবিনের

  11-03-2025 09:34PM

পিএনএস ডেস্ক: চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ড শেষ হয়েছে। যেখানে রানসংগ্রাহকদের তালিকায় সবার ওপরে আছেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ৩ ম্যাচে ৭৬ ব্যাটিং গড়ে ২২৭ রান করেছেন এই ক্রিকেটার। এর মধ্যে একটি করে শতক ও পঞ্চাশোর্ধ রানের ইনিংস রয়েছে।

গত বছর ইনজুরির কারণে বেশ ভুগেছেন রবিন। প্রতিভা এবং সম্ভাবনা থাকা সত্ত্বেও নিয়মিত মাঠে নামতে পারেননি। চলতি ডিপিএলের প্রথম দুই ম্যাচেই (৮৪ ও ১১৪) বড় রান করে যেন সেই আক্ষেপ মেটানোর প্রাথমিক ধাপটা সম্পন্ন করলেন। তৃতীয় ম্যাচে ক্রিজে থিতু হয়েও আউট হওয়ার আগে রবিনের ব্যাট থেকে এসেছে ২৯ রানের ইনিংস।

তিন ম্যাচ মিলিয়ে রানের তালিকায় সবার ওপরেই আছে এই ক্রিকেটারের নাম। রবিনের পর ২২৩ রান নিয়ে দুই নম্বরে রয়েছেন আবহানীর ওপেনার পারভেজ হোসেন ইমন। গত বছরও ডিপিএলে এই ওপেনার বেশ ধারাবাহিক ছিলেন।

ইমনের চেয়ে ১ রান কম নিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার নাঈম শেখ রয়েছেন তালিকার ৩ নম্বরে। ৭২ গড়ে এই ব্যাটারের ৩ ম্যাচে সংগ্রহ ২২২ রান। এর মাঝে তার ব্যাটে ১৭৬ রানের দারুণ একটি ইনিংসও রয়েছে।

তিন ম্যাচে ২১৮ রান নিয়ে তালিকায় ৪র্থ স্থানে আছেন ব্রাদার্স ইউনিয়নের ব্যাটার মিজানুর রহমান। ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বিও। ২০২ রান নিয়ে তালিকায় ৫ম স্থানে আছেন ধানমণ্ডি স্পোর্টস ক্লাবের এই ক্রিকেটার।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন