২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি সারতে ট্রাম্পের নেতৃত্বে টাস্কফোর্স গঠন

  08-03-2025 03:05PM


পিএনএস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবলের ইতিহাস। নতুন ধাঁচের বৈশ্বিক এক টুর্নামেন্টের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। তাই টুর্নামেন্টটির আয়োজনে কোনো ঘাটতি না থাকে সেদিকে নজর দিচ্ছে দেশগুলো।

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দুই প্রতিবেশী দেশ মেক্সিকো এবং কানাডা নিয়ে বেশ কঠোর ট্রাম্প। শুল্ক আরোপ করা নিয়ে এ দুই দেশের সঙ্গেই ট্রাম্পের সম্পর্ক এখন বেশ শীতল।

তাই এমন পরিস্থিতিতে টাস্কফোর্স গঠন করার ফলে বিশ্বকাপের তিন আয়োজকের মধ্যে আরও বেশি উত্তেজনা তৈরি করে কি না, সে শঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প নিজেই এ বিষয়ে বলেন, আমি মনে করি, এটা আরও অনেক বেশি উত্তেজনা তৈরি করবে। উত্তেজনা (টেনশন) ভালো জিনিস।

ট্রাম্পের নেতৃত্বে এই টাস্কফোর্সের কাজ হবে, ফেডারেল সরকারের নিরাপত্তা এবং টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় সমন্বয় সাধন করা। যে বিষয়টা বিশ্বব্যাপী লাখো পর্যটককে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো সফরে আকর্ষণ করবে বলা আশা করা হচ্ছে।

শুক্রবার (৭ মার্চ) ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, বিশ্বকাপের আয়োজন করার বিষয়টি আমাদের দেশের জন্য গর্বের।’ একই সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন, আরও খেলাধুলার আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র।

এই টাস্কফোর্স নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, এই টাস্ক ফোর্স নিশ্চিত করবে যে, সারাবিশ্ব থেকে যে সব ভ্রমণকারী এই অঞ্চলে আসবে, প্রতিটি দর্শনার্থী যাতে নিরাপদ বোধ করেন এবং অনুভব করেন যে, আমরা বিশেষ কিছু করছি। এ কারণে আমরা এখানে (আমেরিকায়) এসেছি যেন বিশ্বের সর্বকালের সেরা একটি বিশ্বকাপ আয়োজন করতে পারি।’

ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। আর প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে। খুব স্বাভাবিকভাবেই বাড়ছে বিশ্বকাপের ব্যাপ্তি ও ম্যাচের সংখ্যাও। ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের, ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টিতে।

আগামী ১১ জুন মেক্সিকোর আজকেতা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। আজকেতা স্টেডিয়ামের চেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার সৌভাগ্য হয়নি বিশ্বের অন্য কোনো ভেন্যুর। ১৯৭০ সালে সেখানেই ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, পেলে জিতেছিলেন তার তৃতীয় বিশ্বকাপ।

এর ১৬ বছর পর এই স্টেডিয়ামেই ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে হয়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসে সর্বকালের সেরাদের একজন। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই দুই বিশ্বকাপ মিলিয়ে আরও ১৭টি ম্যাচ হয়েছে মেক্সিকোর এই বিখ্যাত স্টেডিয়ামে। ২০২৬ এ হবে বিশ্বকাপের ২৩তম আসরের উদ্বোধনী ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচ।

টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে যুক্তরাষ্ট্রের ডালাস ও আটলান্টা শহরে। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ হবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি শহরে। আর ১৯ জুলাই নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।

৩৯ দিনের এই আসরে ১০৪টি ম্যাচ হবে তিনটি আলাদা দেশে; যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে। ১২ জুন লস এঞ্জেলসে হবে যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ, একই দিন টরোন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। যুক্তরাষ্ট্রের ডালাস শহরে হবে ৯টি ম্যাচ।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন