এক নজরে বাংলাদেশি ক্রীড়াবিদদের পূর্ণাঙ্গ সূচি

  27-07-2024 01:54PM



পিএনএস ডেস্ক:জমাকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়িয়েছে প্যারিস অলিম্পিক। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচজন ক্রীড়াবিদ। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই তারা। পুরো টুর্নামেন্টে বাংলাদেশি ক্রীড়াবিদের খেলার দিনক্ষণ দেওয়া হলো।

পাঁচ ক্রীড়াবিদের মধ্যে যোগ্যতার ভরে প্যারিসের বিমানের উঠেছেন কেবল আরচার সাগর ইসলাম। বাকি চারজন গেমসে অংশ নেবেন আইওসি'র ওয়াইল্ডকার্ড নিয়ে। ৩১ জুলাই মূল পর্বে লড়াই করবে সাগর।

রিকার্ভ এককের র্যােঙ্কিং রাউন্ডে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন সাগর। তিনি স্কোর করেছেন ৬৫২। তার প্রতিপক্ষ ইতালির আরচার ৬৭০ স্কোর করে হয়েছেন ২০তম।

সাগরের আগে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেবেন রবিউল ইসলাম। তার ইভেন্ট ২৮ জুলাই দুপুর ১টা ১৫ মিনিট। এরপর ৩০ জুলাই ১০০ মিটার ফ্রিস্টাইলের বাছাইয়ে দুপুর ৩টায় পুলে নামবেন সাঁতারু সামিউল ইসলাম রাফি।

আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৩ আগস্ট দুপুর ৩টায় খেলবেন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে। এ ছাড়াও ৪ আগস্ট রাত ১০টা ৩০টায় ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন