পিএনএস ডেস্ক : গত বিপিএলে দুর্দান্তভাবে কাম ব্যাক করে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। যেখানে বিশেষ ভূমিকা পালন করেছিলেন জাতীয় দলের তিন ক্রিকেটার তামিম, মুশফিক এবং মাহমুদউল্লাহ। এবারেও এই তিন অভিজ্ঞ ক্রিকেটারকে ধরে রাখতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু দুজনের বেশি রিটেইন করার সুযোগ না থাকায় মাহমুদউল্লাহকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বরিশাল।
অন্যদিকে সরাসরি চুক্তিতে সদ্য টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই ক্রিকেটারকে দলে ভিড়ানোর আগ্রহ দেখায়নি। তাই এই সুযোগ কাজে লাগিয়ে ড্রাফটের প্রথম ডাকেই মাহমুদউল্লাহকে দলে ফিরিয়ে বরিশাল।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট।
এবারের আসরে ‘এ’ ক্যাটাগরি ছিলেন মাহমুদউল্লাহ। তাই তাকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিটিকে ৬০ লাখ টাকা খরচ করতে হয়েছে।
গত আসরে বরিশালের হয়ে ১৫টি ম্যাচ খেলেছিলেন দেশসেরা এই ফিনিশার ব্যাটার। ২৯ গড়ে রান করেছিলেন ২৩৭ রান।
সদ্য শেষ হওয়া ভারত সিরিজ দিয়ে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের জার্সিতে মোট ১৪১ টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এখন পর্যন্ত ১৩০ ইনিংস ব্যাট করেছেন ডানহাতি টাইগার ব্যাটার। রান করেছেন ২৪৪৪। গড় ২৩.৬৫। বল মোকাবেলা করেছেন ২০৮২টি। স্ট্রাইকরেট ১১৭.৫১।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ১১তম আসর। এবারের বিপিএলে তিনটি দলে পরিবর্তন এসেছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।
পিএনএস/আনোয়ার
সুযোগ পেয়েই মাহমুদউল্লাহকে দলে ফেরালো বরিশাল
14-10-2024 12:52PM