পিএনএস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকা পর্বে মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। সেই ম্যাচে বরিশালকে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়েছিল রংপুর। সিলেটে আবারও মুখোমুখি হয় এই দুই দল। টস হেরে ব্যাট করতে নেমে ১৯৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় বরিশাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে ভালো শুরু পায় বরিশাল। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটিতে আসে ৮১ রান। ৩০ বলে ৪১ রান করেন শান্ত। ৩৪ বলে ৪০ রান আসে তামিমের ব্যাট থেকে। দুটি উইকেটই নিয়েছেন কামরুল হাসান রাব্বি।
দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও কাইল মায়ার্স। ২৩ রান করে হৃদয় বিদায় নেওয়ার পর বেশিক্ষণ থিতু হতে পারেননি মাহমুদউল্লাহও। ফাহিম আশরাফ খেলেন ৬ বলে ২০ রানের ক্যামিও।
একপাশ ধরে রাখেন মায়ার্স। তার ২৯ বলে অপরাজিত ৬১ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করে বরিশাল।
রংপুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন কামরুল হাসান রাব্বি। ১টি করে উইকেট নেন সাইফুদ্দিন ও আকিফ জাভেদ।
এসএস
রংপুরকে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছে ফরচুন বরিশাল
09-01-2025 04:09PM