চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে খেলবে বাংলাদেশ!

  13-01-2025 07:00PM

পিএনএস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে খেলা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। সবশেষ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই চৌকাঠ মাড়ানো হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। অবশ্য সেমিফাইনালে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে আর এগোনো হয়নি।

আর মাসখানেক পরই ফের মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আসরেও বাংলাদেশ সেমিফাইনালে খেলবে মনে করছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটার অ্যালেক্স হেলস।

চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরের পর অনেকটাই বদলে গেছে বাংলাদেশ দলের চেহারা। এবারের দলে যারা রয়েছে, তাদের বেশিরভাগের-ই এ টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। এছাড়া সাকিব আল হাসান-তামিম ইকবালরাও আর দলের সঙ্গে নেই। ক্যারিয়ারের সায়াহ্নে রয়েছে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ। আর চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ ওয়ানডে অ্যাসাইনমেন্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে ভরাডুবির সাক্ষী হতে হয় বাংলাদেশকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক পাকিস্তান, ভারত এবং নিউজিল্যান্ড। স্বাগতিক হিসেবে কিছুটা হলেও এগিয়ে থাকবে পাকিস্তান, ভারত আর নিউজিল্যান্ডও প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী। তবু বাংলাদেশকে নিয়ে আশাবাদী হেলস।

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতানো অ্যালেক্স হেলস একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে। কারণ উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ ভালো করছে। তাই তাদের সুযোগ দেখছি। এই টুর্নামেন্টে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের জন্য শুভকামনা।’

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল লাইনআপ নিয়ে হেলসের প্রেডিকশন, ‘আমার মনে হয় সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশ খেলবে।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন