পিএনএস ডেস্ক: সাম্প্রতিক সময়ে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। গত বছর লা লিগায় ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণ এবং তার বিরুদ্ধে হওয়া প্রতিবাদই এর সবচেয়ে বড় প্রমাণ। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি ঘটনা।
নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় পানামার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে শাস্তি দিয়েছে ফিফা। ছয় মাসের জন্য বরখাস্ত হয়েছেন তিনি। এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।
২০২৩ সালের মার্চে পানামা জাতীয় দল ও তুরস্কের ফেনেরবাচে ক্লাবের ফুটবলার মার্তা কক্সকে নিয়ে এই অশোভন মন্তব্যটি করেন আরিয়াস। এর জেরেই এবার শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় পানামার নারী ফুটবল অবকাঠামো নিয়ে বেশ সমালোচনা করেছিলেন ২৭ বছর বয়সী কক্স। অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া, মাঠ সংকট ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে কথা বলেছিলেন এই ফুটবলার।
পানামা ফুটবল নিয়ে কক্সের ওই সমালোচনা ভালোভাবে নেননি আরিয়াস। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করে বসেন তিনি। কক্সকে নিয়ে আরিয়াস বলেছিলেন, সে এখন আকারের বাইরের চলে গেছে। সে মোটা এবং মাঠে নড়াচড়াও করতে পারে না।
ফেডারেশন সভাপতির এ মন্তব্যে আরও প্রতিবাদমুখর হয়ে ওঠেন কক্স। এ ঘটনায় আরিয়াস ক্ষমা না চাইলে জাতীয় দল ত্যাগ করার হুমকিও দেন তিনি। ফুটবলারকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও।
যার ফলে শাস্তি দিয়েছে আরিয়াসকে। আর ফিফার দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন পানামা কোচ এবং নিজের শব্দচয়নকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেছেন তিনি।
পিএনএস/আনোয়ার
নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় বরখাস্ত ফেডারেশন সভাপতি
17-01-2025 02:47PM