অবশেষে ভিসা জটিলতা কাটল সাকিব মাহমুদের

  17-01-2025 05:59PM

পিএনএস ডেস্ক: চলতি মাসের শেষ দিকে ভারতের মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। আসন্ন সিরিজ সামনে রেখে ইংলিশরা আবুধাবিতে ক্যাম্প করেছে। কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে যুক্ত হতে পারেননি পেসার সাকিব মাহমুদ। তবে ইংল্যান্ডের জন্য স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে জটিলতা কেটেছে সাকিবের। সিরিজের শুরু থেকেই তাকে পাচ্ছে দল।

দুবাই প্রস্তুতি ক্যাম্পে ইংলিশ পেসারদের মধ্যে ছিলেন জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স এবং মার্ক উডরা। কিন্তু ভিসা সমস্যায় ইংল্যান্ডেই আটকে যান সাকিব মাহমুদ।

জানা যায়, তার পাসপোর্ট ছিল ভারতীয় দূতবাসে। গত মাসে সব কাগজপত্র জমা দেওয়ার পরেও পাসপোর্ট আটকে ছিল বলে অভিযোগ। যে কারণে আমিরাতে যাওয়ার বিমানে উঠতে পারেননি মাহমুদ।

পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ খেলোয়াড়দের এর আগে ভারতে আসতে গিয়ে ভিসা সমস্যায় পড়তে হয়েছে। গত বছর টেস্ট সিরিজের সময় শোয়েব বশির প্রথম ম্যাচ খেলতে পারেননি ভিসা সমস্যার কারণে। ছ’বছর আগেও ভিসা সমস্যায় পড়েছিলেন সাকিব মাহমুদ।

সেবার তার ভারতে খেলতে আসাই হয়নি। এবারে যদিও সমস্যা মিটে যাওয়ায় ভারতে আসতে পারবেন তিনি। শুধু ইংরেজ খেলোয়াড়রাই নয়, অস্ট্রেলিয়ার উসমান খাজার ২০২৩ সালে ভিসা সমস্যায় পড়তে হয়েছিল।

ইংল্যান্ডের হয়ে সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২৯টি ম্যাচ খেলেছেন মাহমুদ। ২৭ বছরের এই পেসারের টেস্ট অভিষেক হয় ২০২২ সালে। তবে পিঠের চোটের সমস্যায় বারবার ভুগতে হয় তাকে। ২০২৪ সালের হান্ড্রেডের ফাইনালে দলকে জিতিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন মাহমুদ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন