পিএনএস ডেস্ক : কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া কুতুপালং ২০ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।
নিহতরা হলেন, ২০ নম্বর ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)।
এ বিষয়ে ওসি শামীম হোসেন বলেন, কুতুপালং ২০ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুজন মারা গেছেন। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
পিএনএস/এএ
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে নিহত ২
11-09-2024 03:05PM