ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন দল, ৩০০ আসনে প্রার্থী: রিফাত রশিদ

  26-01-2025 10:15PM

পিএনএস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যস রিফাত রশিদ বলেছেন, ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের ৩০০ আসনে প্রার্থী দিবে। তারা বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নের মোহাম্মদ আলী-ইয়াকুব আলী স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণকে দমন-পীড়ন করতে চায়। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

মতবিনিময় সভায় সাভারের আমিনবাজার, ভাকুর্তা, কাউন্দিয়া ও তেতুলঝোড়া ইউনিয়ন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেয়া ও অংশ নেওয়া শিক্ষার্থীরা ৫ আগস্ট পরবর্তী সময় নানা সমস্যার কথা তুলে ধরেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফালী সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন